কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা সেলিম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ১২:৩৭ পিএম


কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা সেলিম গ্রেপ্তার
অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম। ছবি: সংগৃহীত

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ অনলাইনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছিলো সেলিম। 

বিজ্ঞাপন

শুক্রবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম। 

জানা যায়, বুধবার অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন পতিত আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওসি মাহিনুল ইসলাম বলেন, ভার্চুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনা ছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলা রয়েছে। 

তিনি আরও বলেন, এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ভার্চুয়াল বৈঠকে কুমিল্লাজুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতে অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমককে গ্রেপ্তার করা হয়। 

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission