ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, প্রভাষক গ্রেপ্তার 

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০৪:৩১ পিএম


loading/img
ছবি: আরটিভি

চুয়াডাঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের মামলায় সাজিদ হাসান নামে এক কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, সোমবার রাতে র‍্যাবের সহযোগিতায় তাকে রাজধানীর আশুলিয়া থেকে গ্রেপ্তার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। 

পুলিশ জানায়, সাজিদ হাসান দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক হিসেবে কর্মরত। তিনি শিক্ষকতার পাশাপাশি শহরে বাসা ভাড়া নিয়ে প্রাইভেট পড়ান। ভুক্তভোগী ছাত্রী ২০২০ সালে নবম শ্রেণিতে পড়ার সময় সাজিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এইচএসসি পাসের পর তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ সময়ের মধ্যে বিয়ের কথা বলে সাজিদ হাসান ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। বিয়ের কথা বললে নানা টালবাহানা করে এড়িয়ে যান তিনি। 

বিজ্ঞাপন

পরে গত ২৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রী (১৮) বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই ঘটনায় সাজিদ হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ। মামলার বিষয়টি জানাজানি হলে আত্মগোপনে চলে যান সাজিদ হাসান। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, দীর্ঘদিন পলাতক ছিলেন সাজিদ। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

আরটিভি/এএএ-টি  

বিজ্ঞাপন
Advertisement

 

 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |