• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

সবাইকে একমঞ্চে বসার আহ্বান শামীম ওসমানের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৭ জানুয়ারি ২০১৮, ১৯:৫২

নারায়ণগঞ্জের সকল আওয়ামী লীগ নেতাদের অভ্যন্তরীণ কোন্দল ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে একমঞ্চে বসার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

শনিবার বিকেলে নগরীর ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়ামে তার ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এক কর্মীসভায় বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মেয়র আইভীসহ দলীয় অন্যান্য নেতাদের উদ্দেশ্যে শামীম বলেন, কেউ যদি ভুল করে থাকেন তাহলে ভুল সংশোধন করেন। বিএনপি বা জামায়াতের মাধ্যমেও যদি কেউ বিভ্রান্ত হয়ে ভুল পথে গিয়ে থাকেন তাহলে সঠিক পথে ফিরে আসেন। দলের নেতাকর্মীদের নামে যদি কেউ অভিযোগ দিয়ে থাকেন তা প্রত্যাহার করেন। একসঙ্গে বসে এখানেই সব শেষ করেন। আমাদের কোনো নেতাকর্মীকে আর মার খেতে দেয়া হবে না।

মেয়র আইভীকে ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, আমার কর্মীদের নামে অভিযোগ দেয়ার আগে আপনার বুক কাঁপা দরকার ছিল। কারণ আমার এমন কোনো নেতাকর্মী নেই যারা আপনার নির্বাচনে কাজ করেনি। আমার দিকে তাকিয়ে, নেত্রীর দিকে তাকিয়ে নিজেদের পকেট থেকে লাখ লাখ টাকা খরচ করে তারা আপনার নির্বাচন করেছে। তারা কেউ রাস্তা থেকে উঠে এসে নেতা হয়নি।

আগামী ৩ ফেব্রুয়ারি নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মহাসমাবেশের ঘোষণা দিয়ে শামীম ওসমান জেলার সব নেতাকর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানান।

মূলত ওই সমাবেশকে সফল করতেই প্রস্তুতিমূলকভাবে এই কর্মীসভার আয়োজন করেন শামীম ওসমান। তিনি বলেন, এই সমাবেশের পর নারায়ণগঞ্জে ইনশাল্লাহ কোনো অভ্যন্তরীণ কোন্দল আর থাকবে না।

কর্মীসভায় নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীরা ছাড়াও থানা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ
সাবেক এমপি নিক্সনের সহযোগী শামীম গ্রেপ্তার
নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ ৮৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা
শামীম ওসমানসহ ৯৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা