• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

বুড়িমারী সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জানুয়ারি ২০১৮, ১০:১৮

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৩৬ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

মৃত মনজুরুল ইসলাম (২০) পাটগ্রাম উপজেলার নাটারবাড়ি গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

জানা যায়, রোববার ভোর ৪টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা (নাটারবাড়ি) এলাকার আসাদুল ইসলামের ছেলে মঞ্জু আলমসহ কয়েকজন মিলে বুড়িমারী সীমান্তের ৮৩৬ নম্বর পিলারের কাছ দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতীয়-৬১ বিএসএফ ব্যাটালিয়নের খরখরিয়া ক্যাম্পের একটি টহল দল মঞ্জু আলমকে আটক করে বেদম মারধর করে ওই সীমান্তে ফেলে রেখে চলে যায়। পরে ভোর ৫টার দিকে খবর পেয়ে পরিবারের লোকজন মঞ্জু আলমকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজিবি রংপুর-৬১ ব্যাটালিয়ন বুড়িমারী ক্যাম্প কমান্ডার ওবাইদুল হক জানান, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে একটি প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মনজুরুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
বিএসএফের বেড়া, আতঙ্কে সীমান্ত এলাকার মানুষ
পাঁচবিবি সীমান্তে ফাঁকা গুলি ছুড়ল বিএসএফ