ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যা, দুজনের মৃত্যুদণ্ড

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ১৯ মে ২০২৫ , ০৭:৫৩ পিএম


ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যা, দুজনের মৃত্যুদণ্ড
ছবি: আরটিভি

চাঞ্চল্যকর ইজিবাইক চালককে হত্যা মামলায় নড়াইলে ২ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। 

বিজ্ঞাপন

সোমবার (১৯ মে) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপাপ্ত আসামিরা হলেন- সদরের কোমখালী গ্রামের মঞ্জুর শেখের ছেলে মো. শাহিন শেখ ও একই গ্রামের আজিবর খায়ের ছেলে মো. রমজান খা। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ধার্য করেন আদালত।

বিজ্ঞাপন

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেলে নড়াইল সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের মো. চান মিয়া মোল্যার ছেলে ইজিবাইক চালক মো. আবু রোহান মোল্যা (২০) ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুজন যাত্রী নিয়ে সিঙ্গিয়া বাজার থেকে মাইজপাড়ার দিকে যায়। রাতে আবু রোহান বাড়িতে ফিরে না আসায় পরের দিন ২৫ নভেম্বর সকালে সদর থানায় সাধারন ডায়েরি (জিডি) করেন রোহানের বাবা চান মিয়া। জিডি দায়েরের দিন সকাল সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকায় পাকা রাস্তার পাশে জমিতে পড়ে থাকা অবস্থায় আবু রোহানের মরদেহ উদ্ধার করে। পুলিশ তদন্ত শেষে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জনের নামে চার্জশিট আদালতে দাখিল করে। 

এ বিষয়ে অ্যাডভোকেট এস এম আব্দুল হক বলেন, মামলায় ১৪ জনের স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামি মো. শাহিন শেখ ও মো. রমজান খাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন বিচারক। এ মামলার অপর আসামি মো. মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission