• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

নড়াইলে আগুনে পুড়ে শতাধিক ছাগলের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

  ২৯ জানুয়ারি ২০১৮, ১২:৪৭

নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের ভাউড়িরচর গ্রামে জামাল হোসেনের ছাগলের খামারে আগুন লেগে প্রায় দেড়শত ছাগলের মৃত্যু হয়েছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোববার দিনগত রাত দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় শিক্ষক গাজী সাজ্জাদুল হক পিকুল হোসেন আরটিভি অনলাইনকে জানান, ভাউড়িরচর গ্রামের জামাল হোসেনের ছাগলের খামারে রোববার দিনগত রাত দুইটার দিকে আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত জামাল শেখের ভাই কামাল হোসেন আরটিভি অনলাইনকে জানান, তার ভাইয়ের খামারে একটি ছাগলের দুটি বাচ্চা হয়েছে। শীতের কষ্ট থেকে বাচ্চা দুটির জন্য একটি বিদ্যুতের বাল্ব নিচের দিকে নামিয়ে দেন। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খামারে ছোট-বড় ১৪৫টি ছাগল ছিল। এর মধ্যে দুটি ছাগল বেঁচে আছে। বাকি ১৪৩টি ছাগল পুড়ে মারা গেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জামাল হোসেনের ছাগলের খামারটি তার বাড়ি থেকে ৪শ’ গজ দূরে। এছাড়া তার একটি টার্কি ও একটি পাকিস্তানি মুরগির খামার রয়েছে।

একই গ্রামের এইচএম মাসুদ শুভ আরটিভি অনলাইনকে জানান, কালিয়া উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। আগুন লাগলে নড়াইল শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এবং নদী পারাপারের ঝামেলা থাকায় এখানে ফায়ার সার্ভিসের টিম পৌঁছতে পারে না। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়ে থাকে।

সালামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহম্মেদ আরটিভি অনলাইনকে বলেন, আমি খবরটি শুনেছি। ক্ষতিগ্রস্ত খামার মালিককে কোনো সহযোগিতা করা যায় কি না সে ব্যাপারে চেষ্টা করবো।

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাগলকাণ্ডের সেই মতিউরের রিট খারিজ
বিদেশ যেতে চান ছাগলকাণ্ডের সেই মতিউর, হাইকোর্টে রিট
ছাগল চুরি করে পালাতে গিয়ে ডিবির গাড়িতে ধাক্কা, অতঃপর...
ছাগলের খামারে মিলল ১৫ কোটি টাকার অবৈধ সিগারেট স্ট্যাম্প