শাবিপ্রবিতে ছাত্রজোটের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আহত ৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্র ধর্মঘট সফলে প্রগতিশীল ছাত্রজোট পালিত অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ হামলায় ছাত্রজোটের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিবাদে সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট শুরু করে প্রগতিশীল ছাত্রজোটের নেতারা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের ফটক বন্ধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভের এক পর্যায়ে বেলা সোয়া ১১ টার দিকে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা। তারা এলোপাথাড়ি মারধোর শুরু করলে প্রগতিশীল ছাত্রজোটের নেতা জয়দীপ দাশ, মুনির, নাইম ও আদিবসহ ৫ জন আহত হন।
সিলেট মহানগরের ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রুবাইয়াত হোসেন বলেন, ক্যাম্পাসের ভেতরে মিছিল করার পর সমাবেশের সময় ছাত্রলীগের কর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের উপর এভাবে হামলা চালাতে পারে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিরোধী ছাত্রদের আন্দোলনে ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ছাত্র ধর্মঘট পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার সকাল ৮টার দিকে ধর্মঘটের সমর্থনে শাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার ঝুলিয়ে অবস্থান নেন জোটের নেতারা।
এদিকে ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত ছিল।
আরও পড়ুন:
- ফেনীতে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মীর হত্যা
- ক্যাম্পাসে শান্তি বজায় রাখতে ছাত্রলীগকে আওয়ামী লীগের নির্দেশ
এসএস
মন্তব্য করুন