পেকুয়ায় ওয়ার্কশপের ড্রাম বিস্ফোরণে পথচারীর মৃত্যু
কক্সবাজারের পেকুয়ায় মেকানিক্যাল ওয়ার্কশপের অব্যবহৃত তেলের ড্রামে সৃষ্ট গ্যাস বিস্ফোরণে এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে পেকুয়া বাজারের পশ্চিমাংশে হোসেন ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. হারুন (২৮)। তিনি পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবনপাড়া এলাকার মো. কালুর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, বরইতলি মগনামা সড়ক ঘেঁষে পেকুয়া বাজারের বেশ কয়েকটি ওয়ার্কশপে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে তেলের বাতিল ড্রাম ও মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার কাটা হতো। সোমবারও বেশ কয়েকটি পুরনো তেলের ড্রাম কাটা হচ্ছিল। বেলা ১২টার দিকে ড্রামটি কাটার সময় হঠাৎ বিস্ফোরিত হয়ে হারুনের বুক ও শরীরের বিভিন্ন অংশে বিধে। এতে ঘটনাস্থলেই হারুন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, বিনা প্রটেকশনে ঝুঁকিপূর্ণ কাজ করায় হোসেন ওয়ার্কশপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:
জেবি/পি
মন্তব্য করুন