বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি সচল
টানা ৫দিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি চালু হয়েছে।
প্রধান সড়কের উপর যে সব ট্রাক পণ্য নিয়ে এই ক‘দিন দাঁড়িয়ে ছিল সেসব কাঁচামাল ও পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশে রপ্তানি করছে ভারতীয় কাস্টমস ও সিএন্ডএফ এজেন্টরা।
সিএন্ডএফ এজেন্টস সূত্রে জানা গেছে, সোমবার বিকেল থেকে কার্যক্রম শুরু হলেও, মঙ্গলবার সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত একটানা ৫দিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
ভারতের পেট্রাপোল বন্দরে কারপাসসহ কাস্টমস কর্মকর্তাদের হয়রানির প্রতিবাদে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয় পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এ্যসোসিয়েশন। ফলে দু‘দেশের বন্দর এলাকায় আটকা পড়ে কয়েক শ’ পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শত ভাগ রপ্তানিমুখি গার্মেন্টস শিল্পের কাঁচামালসহ পচনশীল পণ্য রয়েছে।
ওপারের সিএন্ডএফ এজেন্টস সূত্রে জানা যায়, সোমবার দুপুর থেকে পেট্রাপোল বন্দরে দফায় দফায় বৈঠক করেন কাস্টমস কর্তৃপক্ষ, সিএন্ডএফ এজেন্ট, বন্দর ব্যবহারকারী বিভিন্ন শ্রমিক সংগঠন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভারতের পেট্রাপোল চেকপোস্ট সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ত্রিপক্ষীয় ফলপ্রশু আলোচনা শেষে আমাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেয়ায় আমরা পেট্রপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করেছি।
এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ জানান, সোমবার বিকেল থেকে পেট্রাপোল-বেনাপোল দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি চালু হয়েছে। আমরা দ্রুততার সাথে কাজ করছি।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, বন্দরে যে সব পচনশীল পণ্য প্রবেশ করেছে তা দ্রুত ছাড় দিতে নির্দেশ দেয়া হয়েছে। পণ্যজট কমাতে প্রয়োজনে সারারাত কাজ হবে বন্দরের অভ্যন্তরে।
আরও পড়ুন:
জেএইচ
মন্তব্য করুন