হত্যার পর স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলো স্বামী
পারিবারিক কলহের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় এক স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার রাতে শ্বাসরোধ করে হত্যার পর বৃহস্পতিবার সকালে জেলা শহরের পুরাতন জেলা রোডস্থ একটি বেসরকারি ক্লিনিকে মরদেহ নিয়ে আসে স্বামী বিল্লাল মিয়া। পরে ওই ক্লিনিক থেকে পুলিশ বিল্লালকে আটক করে।
--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------
নিহতের নাম ঝর্ণা বেগম (৩১)। তিনি জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়ন নাওঘাট গ্রামের মৃত আবদুর রাজ্জাকের মেয়ে। ঝর্ণার ভাই হেলাল উদ্দিন জানান, দুই বছর আগে প্রবাস থেকে ফিরে আরেকটি বিয়ে করে বিল্লাল। এরপর থেকেই ঝর্ণার ওপর অমানবিক নির্যাতন চালাতে থাকে। দুই সন্তান ও ঝর্ণার ভরণ-পোষণে কোনও আর্থিক সহায়তা দিত না সে। এসব বিষয় নিয়ে প্রায়ই দুজনের মধ্যে ঝগড়া হতো। বুধবার মধ্যরাতে বিল্লাল শ্বাসরোধ করে হত্যার পর বৃহস্পতিবার সকালে মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ডাচ বাংলা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরেই ঝর্ণাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বিল্লালকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:
জেবি/এসএস
মন্তব্য করুন