ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসার হীরক জয়ন্তী অনুষ্ঠিত

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ০৩:৫৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসার ৬০ বছর পূর্তিতে ‘হীরক জয়ন্তী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুন দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন প্রাক্তন ও বর্তমান হাজারও শিক্ষার্থী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক এমপি ও মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু। প্রধান আলোচক ছিলেন- বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. তুহিন হোসেন।

2

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ম্যানেজিং বোর্ডের সভাপতি মো. মারুফ হোসেন রাহিম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক মাদানী।

রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ ড. আমিনুল ইসলাম মুকুল ও সিটি ব্যাংকের সিনিয়র অফিসার মো. শাহআলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা তাদের স্মৃতি স্মরণ করেন। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন কলরব ও আবাবিল শিল্পীগোষ্ঠীর জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিল্পীরা।

1

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি ছিল মাদরাসার দীর্ঘ পথচলার স্মৃতিচারণ, কৃতজ্ঞতা প্রকাশ ও আগামীর নতুন পথচলার দৃঢ় প্রত্যয়ের প্রতিফলন।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |