ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ভারী বর্ষণে সমুদ্রে ভিড়, ট্যুরিস্ট পুলিশের সতর্কতা

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০৫:০৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

কক্সবাজারে আগামী তিন দিন ভারী বর্ষণ ও ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় পাহাড় ধসের আশঙ্কাও করা হচ্ছে। এরপরও সমুদ্র সৈকতে ভিড় করছে স্থানীয় ও পর্যটকরা। তবে ট‍্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সমুদ্রে নামতে সতর্ক করা হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ জুন) ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সতর্ক করে বলেন, পর্যটকরা জোয়ার-ভাটা ও বাতাসের গতি খেয়াল রেখে পতাকা চিহ্নিত নিরাপদ এলাকায়ই সমুদ্রে নামবেন। সাঁতার না জানলে গভীর পানিতে যাবেন না এবং ঢেউ বেশি হলে পানিতে নামা বন্ধ করতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানিয়েছেন, বর্তমান আবহাওয়া পরিস্থিতি খতিয়ে দেখে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ এ সময় বিশেষ সতর্কতার আহ্বান জানায়।

আরটিভি/এএএ  -টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |