ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের চারদিন পর আলিফ খান (৬) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ জুন) বিকেলে উপজেলার স্বল্পছাপিলা গ্রামে মাছের খামার থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আলিফ খান স্বল্পছাপিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার টাঙ্গাব ইউনিয়নে স্বল্প ছাপিলা গ্রামের কানন খানের শিশু পুত্র ওই দিন দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। পরে বাড়ি পাশে স্কুল মাঠে খেলা করার সময় নিখোঁজ হয় শিশু আলিফ খান।
নিহত শিশুর চাচা জোকেন খান জানান, বুধবার দুপুর দেড়টার দিকে আলিফ খান, স্কুল মাঠে খেলার করার সময় নিখোঁজ হয়। ঘটনার চার দিন পর বাড়ি পাশে ওয়াসিম মিয়ার মাছের খামারে তার মরদেহ পাওয়া যায়।
খবরের সত্যতা নিশ্চিত করে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরটিভি/এমকে