ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০৮:২০ পিএম


loading/img
ছবি: আরটিভি

বঙ্গোপসাগরের ছখিনা উপকূলসংলগ্ন এলাকায় ‘এফবি মাওলা’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারটি বরগুনার পাথরঘাটার জসিম কোম্পানির মালিকানাধীন। তবে ট্রলারটিতে থাকা মোট ১৯ জন জেলেকেই উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বুধবার (২৫ জুন) দুপুরে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

আরও পড়ুন

মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানান, ট্রলারটিতে মোট ১৯ জন জেলে ছিলেন। তাদের সবাই উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন জেলেরা নিরাপদে আছেন। তবে ট্রলারটি এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।

জানা গেছে, বুধবার তিন নম্বর সতর্ক সংকেত চলমান থাকায় সাগর বেশ উত্তাল ছিল। এমন অবস্থায় মাছ ধরা শেষে ট্রলারটি ঘাটে ফিরছিল। ফেরার পথে ছখিনার বড়াইয়ার চরের কাছে হঠাৎ চরে আটকে পড়ে এবং তাতে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়।

বিজ্ঞাপন

তবে ট্রলারটিতে থাকা সব জেলে পাশের আরেকটি ট্রলারের সহায়তায় নিরাপদে ঘাটে ফিরে আসেন। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ডুবে যাওয়া ট্রলার এবং এর মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম সম্ভব হয়নি বলে জানিয়েছে মালিকপক্ষ। সাগর শান্ত হলে ট্রলারটি টেনে তোলার পরিকল্পনা রয়েছে।

মালিকপক্ষের একজন সদস্য জানান, ঘাটে ফেরার পথে বড় ঢেউয়ে ট্রলারটি চরে উঠে যায় এবং তখনই ডুবে যায়। তবে আল্লাহর রহমতে সব জেলে নিরাপদে ফিরে এসেছেন।

আরটিভি/এফএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |