• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

সিলেটে বিএনপি-ছাত্রদলের ৯ নেতাকর্মী আটক

সিলেট প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২০

সিলেটে বিএনপি ও ছাত্রদলের ৯ নেতাকর্মীদের আটক করেছে পুলিশ।

রোববার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে বিশ্বনাথে চার ও গোলাপগঞ্জে পাঁচ জন রয়েছে।

রোববার রাত ৯টা থেকে রাত ১১টার পর্যন্ত বিশ্বনাথ উপজেলার বিভিন্নস্থান থেকে মিছিল ও লিফলেট বিতরণ কালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউপির সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, অলংকারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি মেম্বার আলতাব আলী, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার আবদুস শহিদ এবং অলংকারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।

আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম জানান, পুলিশের অনুমতি ছাড়া মিছিল ও লিফলেট বিতরণ করাসহ নাশকতা সৃষ্টির পায়তারা করার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।

এদিকে, সিলেটের গোলাপগঞ্জে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার গোডাউন রোডের কদমতলীতে এ ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার এএসআই শংকর দেবনাথ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজিবির অভিযানে বান্দরবানে মিয়ানমারের ৫৮ নাগরিক আটক
টানা ছয় হার ঢাকার, জয়ের দেখা পেল সিলেট
তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তিই তাদের আটকে রাখতে পারবে না: সারজিস
নায়িকা নিপুণ আক্তার পুলিশ হেফাজতে