• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪২

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার দিনগত রাতে পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অভি বড়ুয়া (১৯) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, কনস্টেবল অভি মোটরসাইকেল নিয়ে পটিয়ার দিকে যাচ্ছিলেন। বিপরীতমুখী ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অভি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত শিমুল শীল ও অংকন বড়ুয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

এএসআই আলাউদ্দিন আরও জানায়, রাতে কালারপোল এলাকায় মিতালি পরিবহন ও সৌদিয়া পরিবহনের মখোমুখি সংঘর্ষে ২২ জন আহত হয়েছেন। রাত তিনটা থেকে ভোর পর্যন্ত কয়েকদফা তাদের চমেক হাসপাতালে আনা হয়। এর মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
হিলিতে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল, পুলিশের লাঠিচার্জ
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত