• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪০

বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে হতাশায় স্ত্রীকে মারধরের পর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জামাল প্রধান নামে এক রিকশাচালক।

মঙ্গলবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোডে খোরশেদ আলমের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

জামাল প্রধান কুমিল্লা জেলার মতলব থানার মাথাভাঙ্গা গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে। গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোডে খোরশেদ আলমের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। গজারিয়ায় রিকশা চালাতেন জামাল।

এলাকাবাসীর বরাত দিয়ে গজারিয়া থানার এসআই মোনায়েম জানান, জামাল প্রধান বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। এনজিওর কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় তিনি হতাশায় ছিলেন।

এ নিয়ে গতকাল সোমবার স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। পরে স্ত্রীকে মারধর করেন জামাল। স্থানীয়রা তার স্ত্রীকে আহত অবস্থায় ভবেরচর হাসপাতালে ভর্তি করে। ওই দিন রাতে হতাশায় জামাল প্রধান ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা ওই পুলিশ কর্মকর্তার।

জেবি/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
ছেলের মুখে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা শুনে মায়ের আত্মহত্যা
হাসপাতালের ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যা
পারিবারিক কলহের জেরে রাজধানীতে এক নারীর আত্মহত্যা