সিলেটে ২ সাংবাদিককে পিটিয়েছে ছাত্রলীগ
সিলেট নগরীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালনের সংবাদ সংগ্রহে যাওয়ার পথে একটি বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা।
শনিবার দুপুরে নগরীর মির্জা জাঙ্গাল নিম্বাক আশ্রমের ফটকে এই ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরোর স্টাফ করেসপনডেন্ট মাধব কর্মকার ও ভিডিওগ্রাফার গোপাল বর্ধন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের অভিযোগ, দুপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালনের সংবাদ সংগ্রহে যাওয়ার পথে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের বেধড়ক পিটুনিতে তারা আহত হন।
--------------------------------------------------------
আরও পড়ুন: খালেদার সাজার রায় তো আমরা দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী
--------------------------------------------------------
তারা জানান, হামলাকালে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা গোপাল বর্ধনের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়াও মাধবের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
মাধবের অভিযোগ, মদনমোহন কলেজ ছাত্রলীগের ক্যাডার রাজেশ সরকার ও দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন তাদের উপর হামলা চালিয়েছে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক। হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
এসএইচ/পি
মন্তব্য করুন