পরীক্ষা ভালো না হওয়ায় মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
পরীক্ষা ভালো না হওয়ায় রাজশাহীর মেডিকেল কলেজের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার বিকেলে নগরীর বহরমপুর ব্যাংক কলোনি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মেডিকেল শিক্ষার্থীর নাম ফেরদৌসী খাতুন (২০)। তিনি ওই এলাকার মতিউর রহমানের মেয়ে এবং রাজশাহী মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল।
রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, দুপরের পর থেকে নিজ ঘরের দরজা বন্ধ করে শুয়ে ছিল ফেরদৌসী খাতুন। বিকেলে তিনি ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন তার খোঁজ করেন। একসময় দেখতে পান তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা। পরে পরিবারের লোকজন জানালা দিয়ে দেখতে পান ফেরদৌসী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে রাজপাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ফেরদৌসীর বাবা মতিউর রহমান জানান, তার মেয়ের পরীক্ষা চলছিল। সম্ভবত পরীক্ষা খারাপ হওয়ার কারণেই সে আত্মহত্যা করেছে।
আরও পড়ুন:
জেবি/পি
মন্তব্য করুন