• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাসায় বসে এসএসসি পরীক্ষা, ২ শিক্ষকসহ ৪ জনের কারাদণ্ড

নরসিংদী প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০৩

নরসিংদীর মাধবদীতে কেন্দ্রের বাইরে প্রশ্নপত্র নিয়ে এসএসসি পরীক্ষা দেয়ার সময় দুই শিক্ষকসহ চারজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে মাধবদী গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম রেজার আদালত তাদের এই দণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মাধবদী এসপি ইনস্টিটিউটের শিক্ষক মেহেরুন্নেসা ও ফরিদা ইয়াসমিন, লাইব্রেরিয়ান অঞ্জন দেবনাথ ও অভিভাবক মোখলেছুর রহমান।

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম রেজা জানান, শিক্ষক মেহেরুন্নেসা ছাড়া দণ্ডপ্রাপ্ত অন্য তিনজনের সন্তান মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালে শিক্ষক ফরিদা ইয়াসমিনের বাসায় প্রশ্নপত্রের সমাধান করা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় প্রশ্নপত্র ও তার সমাধানসহ অভিযুক্তদের হাতেনাতে আটকের পর প্রত্যেককে এক মাসের বিনাশ্রম করাদণ্ড দেয়া হয়েছে।

আরও পড়ুন:

এসএইচ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
রাবিতে ২ বিভাগের দফায় দফায় সংঘর্ষ, শিক্ষকসহ আহত ১০
জন্মদিনে নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন স্মরণ 
শ্যামপুরে বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩