• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।

রোববার সকাল ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন। আইভীর সঙ্গে আছেন তার বড় ছেলে সীমান্ত ও ছোট ভাই আহম্মদ আলী রিপন।

মেয়র আইভীর ছোট ভাই ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এ এফ এম এহেতেশামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে এমপি শামীম ওসমান ও মেয়র আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আইভীসহ অর্ধশত লোক আহত হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আইভী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিবেন।

১৮ জানুয়ারি সিটি করপোরেশন কার্যালয়ে হঠাৎ অসুস্থ হলে দ্রুত তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচদিন চিকিৎসা শেষে ২৩ জানুয়ারি নারায়ণগঞ্জে ফিরে আসেন তিনি। পরে ডাক্তারের পরামর্শে বিশ্রামে থাকার পর রোববার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে রওয়ানা হন আইভী।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ
নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ ৮৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা
শামীম ওসমানসহ ৯৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ওয়াসার তাকসিম ও সাবেক নাসিক মেয়র আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা