রংপুরকে ডিজিটাল মহানগরী হিসেবে গড়ে তোলা হবে: মোস্তফা
রংপুরকে যানজটমুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন, বসবাসযোগ্য ও ডিজিটাল মহানগরী হিসেবে গড়ে তোলা হবে। বললেন রংপুর সিটি করপোরেশন(রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
সোমবার রসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রথম মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমাদের প্রতিটি কাজ হবে জনস্বার্থে। রংপুর মহানগরীকে ৪টি জোনে ভাগ করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে। প্রতিটি রাস্তায় যেন বাতি জ্বলে, সেই ব্যবস্থা নেয়া হবে। যানজট নিয়ন্ত্রণে অবৈধ অটো চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সভায় এছাড়া উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন আজাদ, রসিক সচিব আবু সালেহ মো. মুসা জঙ্গী, কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, সেকেন্দার আলী, তৌহিদুল ইসলাম, নরুন্নবী ফুলু, মোখলেছুর রহমান তরু, নজরুলসহ আরও অনেকে।
গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা। গত ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ করেন তিনি। শপথ গ্রহণের একমাস পর দায়িত্ব নিলেন তিনি।
এই বিষয়ে রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন আজাদ বলেন, সিটি করপোরেশন বিধিমালা অনুযায়ী আগের পরিষদের মেয়াদ শেষের আগে নতুন পরিষদ দায়িত্ব নিতে পারে না। আগের পরিষদের মেয়াদ শেষ হয়েছে ১৮ ফেব্রুয়ারি। তাই নতুন পরিষদ এদিন দায়িত্ব নিয়েছে।
আরও পড়ুন:
কে
মন্তব্য করুন