পৌনে দুই লাখ টাকা দিয়ে মুক্তি পেল চবি শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক অনিক হোসাইন সাব্বিরের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে অপহরণ করে লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
সাজিদ খান নামে ওই শিক্ষার্থী ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রাণ রসায়ন বিভাগে ভর্তি হন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন সাজিদের মা জোহুরা বেগম। পরে বিকাশের মাধ্যমে ১ লাখ টাকা দিলে তাকে মুক্তি দেয়া হয়। অভিযুক্ত অনিক হোসাইন সাব্বির চবি ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী হিসেবে পরিচিত।
--------------------------------------------------------
আরও পড়ুন: দাঁড়ানো পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২
--------------------------------------------------------
ভর্তি পরীক্ষায় সাজিদ মেধা ও মুক্তিযোদ্ধা কোটা-দুই তালিকাতেই উত্তীর্ণ হয় জানিয়ে জোহুরা বেগম বলেন, সাজিদের সন্দেহ ছিল ভালো বিষয় পাবে কিনা।
এর মাঝেই ফেসবুকের মাধ্যমে একই বিশ্ববিদ্যালয়ের অনিক হোসেন সাব্বিরের সঙ্গে পরিচয় হয়। এসময় সাজিদকে পছন্দের বিষয় পাইয়ে দেয়ার কথা জানায় অনিক।
এটি মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে করা হবে এবং এজন্য দুই লাখ টাকা লাগবে বলে জানায় সে। এ কথায় ভরসা পায় সাজিদ। তবে চুক্তি হওয়ার আগেই মেধা তালিকায় পছন্দের বিষয়ের জন্য মনোনীত হয় সে।
এরপরেও টাকা দাবি করে অনিক। ভর্তির প্রথমে ৫০ হাজার টাকা দেয়া হলেও ফের টাকা দাবি করে। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার আরও ২৫ হাজার টাকা দিতে গেলে বিশ্ববিদ্যালয়ে থেকে সাজিদকে অপহরণ করা হয়।
পুলিশের এক গোয়েন্দা সূত্রে জানা যায়, ৫-৬ জনের একটি চক্র এই অপহরণের সঙ্গে জড়িত। যারা সবাই ছাত্রলীগের বলে প্রমাণ পাওয়া গেছে। এ নিয়ে চারটি বিকাশ নম্বরের মাধ্যমে সর্বমোট ১ লাখ ৭৫ হাজার টাকা আদায় করে চক্রটি।
চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলেন, অপরাধীদের ঠাঁই নেই ছাত্রলীগে। যার অপরাধ তাকেই শাস্তি পেতে হবে, দায় নিতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ওই শিক্ষার্থী মুক্তি পেয়েছে। কারা এর সঙ্গে জড়িত পুলিশ খুঁজে বের করছে।
তবে হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর ও অভিযুক্ত অনিক হোসাইন সাব্বিরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:
জেবি/জেএইচ
মন্তব্য করুন