• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ব্যবহারিক খাতায় স্বাক্ষর দিতে গিয়ে ধর্ষণের শিকার ছাত্রী

লালমনিরহাট প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪১

ব্যবহারিক খাতায় স্বাক্ষর দিতে গিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধর্ষণের শিকার হয়েছেন নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রী।

গেলো ৫ ফেব্রুয়ারি ওই নার্সিং ইনস্টিটিউটের পরিচালকের বাসভবনে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই প্রতিষ্ঠানের পরিচালক আসাদুজ্জামান আসাদকে (৩৬) গ্রেপ্তারের পর আজ শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসাদুজ্জামান ওই এলাকার অ্যাডভোকেট শামছুল আলমের ছেলে।

জানা গেছে, অ্যাডভোকেট শামছুল আলম আদিতমারী উপজেলার খাতাপাড়া মানসিকা মেডিকেল ইনস্টিটিউট-এর প্রতিষ্ঠাতা। সে সুবাদে প্রতিষ্ঠানটির পরিচালকের দায়িত্ব পালন করছেন তার ছেলে আসাদুজ্জামান।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় আরটিভি অনলাইনকে জানান, গেলো ৫ ফেব্রুয়ারি ব্যবহারিক খাতায় স্বাক্ষর নেওয়ার জন্য এক শিক্ষার্থী পরিচালক আসাদুজ্জামানের বাসভবনে গেলে তাকে ধর্ষণ করেন তিনি। পরে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য পরীক্ষায় নম্বর কম দেয়াসহ ওই ছাত্রীকে প্রাণনাশের হুমকি দেন পরিচালক।

পরে গতকাল বৃহস্পতিবার সকালে ওই শিক্ষার্থী আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ পরিচালক আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে শুক্রবার ভোরে জেলহাজতে পাঠান।

আরও পড়ুন:

জেবি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার 
ঘুরতে আসা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার যুবদল নেতা
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
ধর্ষণ করে ছাত্রীকে বললেন কাউকে বলো না, ৭ বছর পর পেলেন শাস্তি