• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ডাকাতদলের আট সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০২

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোর রাতে চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় তৈরি অস্ত্র ও একটি পিকআপভ্যান উদ্ধার করে পুলিশ।

তাদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় ডাকাতিসহ অন্তত ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেপ্তাররা হলেন মো. সুমন (২৭), মো. রুবেল হোসেন (২৪), মো. আনোয়ার হোসেন প্রকাশ মাসুম (৩৫), মো. রিপন (২৫), মো. সায়েদ (২৫), মো. মোস্তফা প্রকাশ রিপন (২২), মো. শাওন চৌধুরী হৃদয় (২২) ও মো. সবুজ (২৫)।

গ্রেপ্তাররা সবাই নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, চরশাহী ইউনিয়ন পূর্ব সৈয়দপুর এলাকার টক্কারপোল নামক স্থানে একদল ডাকাত অস্ত্রসস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এমন খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার কয়েকটি টহল পুলিশ ওই এলাকায় ডাকাতদলের সদস্যদের ঘিরে ফেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পিকআপভ্যান থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে।

পুলিশও তাদের পিছু ধাওয়া করে ডাকাতদলের আট সদস্যকে আটক করে। পরে ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান এবং তাতে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি জানান, তাদের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম, চরজব্বর, কবিরহাট, বেগমগঞ্জ ও লক্ষ্মীপুর সদর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাইসহ অন্তত ১০টি মামলা রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাটমোহরে ইউপি সদস্যের ওপর হামলা, অস্ত্রসহ আটক ৩
জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালক আটক
সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস আটক
শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো গেল না: আসিফ