পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীদের আ.লীগে যোগদান
পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা বাজার ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আলম চৌধুরী, চিকিৎসক শওকত আলী, জাগপা নেতা শাহাদৎ হোসেন প্রধান ও জুয়েল কবীরের নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন দলের দুই হাজারের বেশি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন রজনীগন্ধা ফুল দিয়ে যোগদানকারীদের স্বাগত জানান। বোদা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বোদা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ এবং যোগদান অনুষ্ঠান হয়।
বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, আওয়ামী লীগ নেতা রবিউল আলম সাবুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেন, শেখ হাসিনার সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশের মানুষকে আকৃষ্ট করেছে। তাই আজ দলে দলে মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে সমবেত হচ্ছে। পরে যোগদানকারী ২৩৪৩ জনকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদের শপথ পাঠ করানো হয়।
এসএইচ/পি
মন্তব্য করুন