ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

নির্বাচনী প্রচারণায় সরব রাসিক

আমির ফয়সাল

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ , ১০:৫২ এএম


loading/img

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে নির্বাচনী আমেজ বিরাজ করছে গোটা শহরজুড়ে। দিনক্ষণ ঠিক না হলেও, প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায়, রাজশাহীজুড়ে বিরাজ করছে নির্বাচনী হাওয়া। প্রধান দুই দলের মনোনীত ও সাম্ভব্য প্রার্থীরা এরই মধ্যে নেমে পড়েছেন তাদের নির্বাচনী প্রচারণায়।

বিজ্ঞাপন

প্রায় দেড়শ বছরের পুরনো রাজশাহী পৌরসভা ১৯৮৭ সালে রাজশাহী সিটি করপোরেশনে উন্নীত হয়। ১জন মেয়র ও ৩০টি ওয়ার্ডে ৩০ জন কাউন্সিল এবং ১০ জন নারী কাউন্সিলরের সমন্বয়ে পরিচালিত হয়ে আসছে এ সিটি করপোরেশন। রাজশাহী সিটি করপোরেশন এলাকার আয়তন ৯৭.১৮ বর্গকিলোমিটার। ২,৯৬,৩৯২ জন ভোটারের এ সিটিতে আসন্ন ভোট নিয়ে এরই মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। এবারের দলীয় প্রতীকের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও বিএনপির সাম্ভব্য প্রার্থী বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এরই মধ্যে জনসংযোগে নেমেছেন।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন আরটিভি অনলাইনকে বলেন, অত্যাধুনিক নগরী যাতে করা যায় তাই ভাবছি। আধুনিক শহর হিসেবে রাজশাহীকে রাখতে চাই।

বিজ্ঞাপন

বিএনপির সম্ভাব্য প্রার্থী বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল আরটিভি অনলাইনকে বলেন, জনগণের সেবক হিসেবে আমি কাজ করতে চাই। জনগণের কাছে প্রত্যাশা, জনগণ যেন আমাকে নিয়ে চিন্তা-ভাবনা করেন।

নির্বাচনকে সামনে রেখে একদিকে যেমন চলছে প্রচার-প্রচারণা তেমনি নির্বাচন বিশ্লেষকরা সাধারণ মানুষের ভাবনাকে নিয়ে কষছেন নতুন হিসেব-নিকেশ। 

নির্বাচন বিশ্লেষক মুস্তাফিজুর রহমান খান আরটিভি অনলাইনকে বলেন, ক্ষমতায় যে থাকুক না কেন আমারও চাই নির্বাচন নিরপেক্ষ হোক। প্রচার নিবিঘ্ন হোক।
আরেক নির্বাচন বিশ্লেষক অধ্যাপক মলয় কুমার ভৌমিক আরটিভি অনলাইনকে বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও পরিচ্ছন রাখা উচিত। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলে সকলে নির্বাচনে অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

এমসি /পি    

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |