• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

মৃত্যুর কারণ জানতে গরুর ময়নাতদন্ত!

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৮

চুয়াডাঙ্গায় দামুড়হুদা থানা হেফাজতে থাকা একটি গরু মারা যাওয়ার পর ময়নাতদন্ত হয়েছে।

গরুটি গেলো রোববার মারা যায়। পরে দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ অফিসে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান গরুটির ময়নাতদন্ত সম্পন্ন করেন।

দামুড়হুদা মডেল থানা সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে কালো রংয়ের একটি গরু উপজেলার মোক্তারপুর সড়ক থেকে উদ্ধার করে পুলিশ। সেই থেকে ওই বকনা গরুটি দামুড়হুদা মডেল থানা চত্বরেই ছিল। পরবর্তীতে গরুটি নিলামে বিক্রির জন্য আদালতে আবেদন করে পুলিশ। কিন্তু আদালতের অনুমতি না মেলায় গরুটি থানা হেফাজতেই ছিল। সেখানে গরুটির পরিচর্যা করতে একজনকে রাখা হয়। দিন দিন গরুটি বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠার পর গেলো রোববার রাতে আকস্মিক মারা যায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান আরটিভি অনলাইনকে জানান, গরুটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। কয়েকদিনের ভেতর ময়নাতদন্তের প্রতিবেদন দেয়া হবে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন আরটিভি অনলাইনকে জানান, গরুটি প্রায় তিন বছর আগে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গেলো রোববার রাতে গরুটি মারা যায়। মৃত্যুর কারণ জানতেই গরুটির ময়নাতদন্ত করা হয়েছে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাবারে বিষ মিশিয়ে গরু মেরে ফেলার অভিযোগ
খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা করে গরু লুট
অস্ত্র ঠেকিয়ে ২১ গরু লুট, আহত ৩
দোকানের মালিক গরু চন্দ্রমণি, শাড়ির ব্যবসা তুঙ্গে