• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

দল যার যার, উন্নয়ন সবার: এরশাদ

রংপুর প্রতিনিধি

  ০৩ মার্চ ২০১৮, ১৭:৪৫

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রংপুর নগরীকে পরিকল্পিত ও সৌন্দর্য্যবর্ধিত নগরীতে রূপান্তর করতে নগরীর যানজট নিরসন ও শ্যামাসুন্দরী খাল সংস্কার প্রয়োজন। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। মনে রাখতে হবে, দল যার যার, রংপুরের উন্নয়ন সবার।

আজ শনিবার দুপুরে রংপুর সিটি করপোরেশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পক্ষ থেকে রংপুর-৩ আসনের এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদকে সংবর্ধনা দেয়া হয়।

সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু এমপিকেও সংবর্ধিত করা হয়।

এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন আজাদসহ কর্মকর্তারা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একনজরে দেখে নিন আইপিএলের ১০ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
বাংলাদেশের শ্রম অধিকার চ্যালেঞ্জগুলো সমাধানের তাগিদ মার্কিন প্রতিনিধি দলের
সিলেটে দু’পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
রেকর্ড গড়ে আইপিএলে দল পেলেন ১৩ বছরের বৈভব