যশোরে ছুরিকাঘাতে বিএনপি নেতা জখম
যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নগর বিএনপির এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
শনিবার বেলা ১২টার দিকে শহরের খড়কি আপন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম জাহিদ হোসেন খান অনু (৫০)। তিনি খড়কি বামনপাড়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের স্ত্রী শাহনাজ পারভীন বলেন, বেলা ১২টার দিকে ছেলেকে স্কুল থেকে মোটরসাইকেলে নিয়ে বাসায় ফিরছিলেন অনু।
এসময় পথে আপন মোড়ে পৌঁছলে সন্ত্রাসী ভুট্টোর নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। ছেলে দৌঁড়ে পালিয়ে বাসায় এসে ঘটনাটি জানায়।
পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় অনুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত অনুর অবস্থা গুরুতর। তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।
আহতের চাচাতো ভাই জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী ভুট্টোর নেতৃত্বে অনুর ওপর হামলা চালানো হয়েছে।
অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করছি।
কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদা বলেন, একজন ছুরিকাহত হয়েছে শুনেছি। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কিনা সেটি জানি না। তবে এ ঘটনায় অভিযোগ পায়নি।
আরও পড়ুন:
জেবি/এসএস
মন্তব্য করুন