• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

অপারেশন থিয়েটারে জাফর ইকবাল, 'আমি নিজেকে ধরে রাখতে পারবো'

সিলেট প্রতিনিধি

  ০৩ মার্চ ২০১৮, ১৮:৫২

গুরুতর আহত ড. মুহম্মদ জাফর ইকবালকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেয়া হয়।

হামলার পরপরই তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি বেড়ে যায়।

আহমেদ নামের এক শিক্ষার্থী জানিয়েছেন, কিছুক্ষণ আগে জরুরি বিভাগে স্যারের সঙ্গে কথা হয়েছে, উনার সেন্স আছে। তিনি নিজেকে ধরে রাখতে পারবেন বলে জানিয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘পুলিশবেস্টনির মধ্যেই জাফর ইকবালের মাথায় চাপাতির আঘাত’
--------------------------------------------------------

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপসহকারি কমিশনার আবদুল ওহাব আরটিভি অনলাইনকে বলেন, ‘অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে পাঁচটা ৩৫ মিনিটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মাঠে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের এক প্রতিযোগিতা চলছিল। এ সময় তিনি সোফায় বসেছিলেন। পেছন থেকে তার ওপর ছুরি বা চাপাতি সদৃশ্য ধারালো অস্ত্র দিয়ে এ সময় হামলা করা হয়।

শাবিপ্রবির ট্রেজারার ইলিয়াসুর রহমান বিশ্বাস আরটিভি অনলাইনকে বলেন, সিনিয়র চিকিৎসকরা আসছেন, তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। একজনকে ধরা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন:

এসজে/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রকমারিতে মিলছে না জাফর ইকবালের বই
‘ঢাবিতে আর যেতে চাই না, ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে রাজাকার’