সোনারগাঁয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত মোবারক নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির সময় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় পুলিশের দুই সদস্যসহ আরেক ডাকাত আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার আষাঢ়িয়াচর ব্রিজের উত্তর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত ডাকাতের নাম মোবারক হোসেন। তিনি প্রতাপনগর গ্রামের মৃত ইয়াসিনের ছেলে। এ ঘটনায় বাবু ওরফে তেরা বাবু নামে আরেক ডাকাতসহ পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নারায়ণও কনস্টেবল মমিনুর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এস,আই) আব্দুল হক শিকদার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়াচর ব্রিজের সামনে বাসে ডাকাতির সময় পুলিশ ডাকাতদের ধাওয়া দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতদল গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মোবারক ও বাবু আহত হন। এসময় দুই পুলিশ সদস্যও আহত হন।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মোবারক মারা যান।
আরও পড়ুন :
- কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ
- চার দিনে ১০ মামলা: আসামি বিএনপি-জামায়াতের ৪শ’ নেতাকর্মী
এসএস
মন্তব্য করুন