• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

সোনারগাঁয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত মোবারক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির সময় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় পুলিশের দুই সদস্যসহ আরেক ডাকাত আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার আষাঢ়িয়াচর ব্রিজের উত্তর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত ডাকাতের নাম মোবারক হোসেন। তিনি প্রতাপনগর গ্রামের মৃত ইয়াসিনের ছেলে। এ ঘটনায় বাবু ওরফে তেরা বাবু নামে আরেক ডাকাতসহ পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নারায়ণও কনস্টেবল মমিনুর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এস,আই) আব্দুল হক শিকদার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়াচর ব্রিজের সামনে বাসে ডাকাতির সময় পুলিশ ডাকাতদের ধাওয়া দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতদল গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মোবারক ও বাবু আহত হন। এসময় দুই পুলিশ সদস্যও আহত হন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মোবারক মারা যান।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৪০
থানা থেকে আসামি পলাতক, ২ পুলিশ বরখাস্ত
যুক্তরাষ্ট্রে দাবানলে নিহত বেড়ে ৫, পুড়ছে হলিউড হিলস
ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভকারীরা