• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

পটুয়াখালীতে ঝড়ের কবলে ট্রলারডুবি, নিখোঁজ ৭

পটুয়াখালী প্রতিনিধি

  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫২

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এফবি ইলিয়াস নামে মাছ ধরার একটি ট্রলার ডুবে সাত জেলে নিখোঁজ রয়েছে। এই ঘটনায় আরও ছয় জেলেকে উদ্ধার করেছে অন্য ট্রলারের জেলেরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের জোবার বয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হচ্ছেন, নজিবপুর গ্রামের আবদুল কাদের (৩৮), মাহবুব (২৮), সাইফুল ইসলাম (২৫), ইব্রাহিম খান (২৫), চাকামইয়া এলাকার সিদ্দিক হাওলাদার (৩০) ও বরগুনার আল-আমিন (২৬)।

অন্যদিকে এর আগে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের কচিখালী এলাকায় এফবি রিনা মর্জিয়া নামের অপর আরেকটি ট্রলার ১৫ জন জেলেসহ ডুবে যায়। এ ট্রলারের সব জেলেদের উদ্ধার করা হয়েছে।

এফবি ইলিয়াস ট্রলারের মাঝি মনির হোসেন আরটিভি অনলাইনকে জানান, আকস্মিক ঝড়ের কবরে পড়ে ট্রলারটি ডুবে যায়।

আলীপুর-মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা আরটিভি অনলাইনকে জানান, জেলেদের উদ্ধার করা হলেও ট্রলারটি এখনও নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়াকাটা পৌর যুবদলের ৩ নেতা বহিষ্কার
শীতের শুরুতেই কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত
এক কোরালের দাম ২০ হাজার টাকা
কুয়াকাটায় বেড়িবাঁধের অবৈধ স্থাপনায় পর্যটনের সৌন্দর্য নষ্ট