চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার নয়াদিয়াড়ী নামোটোলা এলাকার কুনু কেরানীর আমবাগানে এই ঘটনা ঘটে।
নিহতের নাম আবুল হোসেন বাবু (৩৫)। তিনি উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামের আলম সেখের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে নামোটোলা এলাকার কুনু কেরানীর আমবাগানে মাদক কেনাবেচা হচ্ছে এমন খবর পেয়ে অভিযানে নামে র্যাব-৫ এর একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে আবুল হোসেন বাবু নিহত হন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একশ’৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আহত র্যাব সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন :
জেবি/জেএইচ
মন্তব্য করুন