• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজশাহী প্রতিনিধি

  ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০১

রাজশাহীর মোহনপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধুরইল মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দুলাল মিয়া। তিনি মোহনপুর থানার হরিহরপুর গ্রামের বাসিন্দা।

রাজশাহী র‌্যাব-৫ জানায়, সোমবার গভীর রাতে মোহনপুরে টহলের সময় কমপক্ষে ১০ জনের একটি দল ঘটনাস্থলে র‌্যাবকে দেখে পালাতে চেষ্টা করে।

র‌্যাব তাদের পিছু নিলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। বাকিরা পালাতে সক্ষম হলেও আহত অবস্থায় দুলাল মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও পাঁচশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

দুলাল মিয়ার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। তিনি রাজশাহী অঞ্চলের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলেও জানায় র‌্যাব।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মায়ের সঙ্গে ৭ মাসের শিশু কারাগারে
টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১
সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন আটক
বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার