রংপুরে অভ্যন্তরীণ রুটে অঘোষিত বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা
প্রস্তাবিত সড়ক পরিবহন আইন-২০১৮ প্রণয়নের প্রতিবাদে রংপুর জেলায় লোকাল যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন চালক-শ্রমিকরা। অঘোষিত বাস ধর্মঘটের ফলে রংপুর থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা।
সোমবার সকাল ছয়টা থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় চালক-শ্রমিকরা। তবে দূরপাল্লার সকল বাস চলাচল করছে।
রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ জানান, শ্রমিকরা প্রস্তাবিত সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিলের দাবিতে অঘোষিতভাবে বিভাগের আট জেলার সকল রুটে বাস ধর্মঘট পালন করছে। সকল পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছেন বলেও তিনি জানান।
এদিকে কোনও ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে রংপুর থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা।
রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীরা দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করছেন। অনেকে জরুরি প্রয়োজনে বেরিয়েও বাস না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। কেউ কেউ আবার বিকল্প পথে রওয়ানা হচ্ছেন গন্তব্যের উদ্দেশে।
আরও পড়ুন :
- নোয়াখালী-৪: শক্ত অবস্থানে আওয়ামী লীগ, ঘুরে দাঁড়ানোই বিএনপির চ্যালেঞ্জ
- বিপদসীমার ওপরে যমুনার পানি, ইসলামপুরে ১৫ হাজার মানুষ পানিবন্দী
জেবি
মন্তব্য করুন