• ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১
logo

নিখোঁজের তিন দিন পর পুকুরে বৃদ্ধের মরদেহ

ফরিদপুর প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৪

নিখোঁজের তিন দিন পর ফরিদপুর সদর উপজেলার একটি পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী রেলগেট এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম সুধীর চন্দ্র দাস (৬২)। তিনি ওই এলাকার মৃত রমেশ চন্দ্র দাসের ছেলে।

ফরিদপুর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিম আরটিভি অনলাইনকে জানান, তিন দিন আগে শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে কাজে যান সুধীর। কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। তিন দিন ধরে অনেক খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে আজ সকালে ধুলদী রেলগেট এলাকার পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে আলু খেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার 
সীমান্তে নদীর পাড়ে মিলল বাংলাদেশির মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার