ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ফখরুলদের ঐক্য শিগগিরই তাসের ঘরের মতো ভেঙে পড়বে: নৌমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ , ০৪:৩৮ পিএম


loading/img

ড. কামাল ও ফখরুলদের ঐক্য শিগগিরই তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বললেন নৌমন্ত্রী শাজাহান খান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এসময় শাজাহান খান বলেন, রাজনৈতিক অঙ্গনে তারা মৌসুমি পাখির মতো হঠাৎ উদিত হয়। যেখানে জঙ্গি, সন্ত্রাসী ও রাজাকার মিলে ঐক্য গড়া হচ্ছে। তাতে কোনও ফল হবে না। বিএনপি এই ঐক্যের মাধ্যমে যদি দুর্নীতিবাজ সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া ও তারেক রহমানকে বাঁচানোর স্বপ্ন দেখে তাহলে ভুল করবে।

বিজ্ঞাপন

নৌমন্ত্রী বলেন, ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল যে ঐক্যই করুক না কেন দেশের জনগণ তাতে কোনও গুরুত্ব দিবে না।

দেশের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করতে এলাকার জনগণকে আহ্বান জানান নৌমন্ত্রী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী।

বিজ্ঞাপন

আরও পড়ুন :

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |