• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ০৩ অক্টোবর ২০১৮, ১২:৫৯

দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বুধবার বেলা ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু হয়।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, পদ্মা সেতু প্রকল্পসহ দেশের মেগা প্রকল্পের জন্য ভারত থেকে পাথর আমদানি করা হচ্ছিল।

হঠাৎ করেই ২৩ সেপ্টেম্বর ভারতীয় দুটি ব্যবসায়ী গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের কারণে এই বন্দর দিয়ে বাংলাদেশে পাথর রপ্তানি বন্ধ হয়ে যায়।

বিষয়টি সমাধানের জন্য একাধিকবার ভারতের ব্যবসায়ীদের জানানো হয়। কিন্তু তারপরেও তারা পাথর রপ্তানি বন্ধ রাখেন। এ কারণে আমরা গেল সোমবার থেকে সব ধরনের পণ্য আমদানি বন্ধ করে দেই।

বিষয়টির সুরাহা হওয়ায় আজ থেকে আমদানি-রপ্তানি শুরু করা হয়েছে।

আরও পরুন :

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ১৯ শতাংশ
পোশাক রপ্তানিতে ঢাকার সিদ্ধান্তে দিল্লির মাথায় হাত
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
কালীপূজায় আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ