• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

  ০৩ অক্টোবর ২০১৮, ১৩:২০

ঝালকাঠিতে যাত্রীবাহী বাসের চাপায় ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বাসচালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার পর সড়কটিতে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে জেলার রাজাপুরের সাতুরিয়া বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম দেলোয়ার। তিনি রাজাপুর উপজেলার উত্তর মনোহরপুর গ্রামের মান্নান হাওলাদারের ছেলে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী বিআরটিসি বাসটি সাতুরিয়া এলাকায় এলে বেকুটিয়াগামী ভাড়ায় চালিত মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এর চালক দেলোয়ার মারা যান।

এ ঘটনায় বাসের চালক মাহমুদকে আটক করা হয়েছে। তিনি ঝালকাঠির গগণ এলাকার মৃত বজলু হাওলাদারের ছেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

আরও পরুন :

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
রাজশাহীতে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
সাঁথিয়ায় অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত