চট্টগ্রামে বিএনপির ১৫ নেতাকর্মী আটক, আহত ৩ পুলিশ
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে বিএনপির ১৫ নেতাকর্মীকে আটকের তথ্য দিয়েছে পুলিশ। পুলিশের ওপর হামলার পর তাদের আটক করা হয়েছে বলে দাবি করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন আরটিভি অনলাইনকে বলেন, এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটেছে।
ওসি মহসিন বলেন, কাজির দেউড়ী এলাকায় কর্মসূচী পালনের জন্য বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়েছিল। এসময় তারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। তখন তারা পুলিশের ওপর হামলা করে। আমরা ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করেছি।
এদিকে আটককৃতরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে। বিএনপি নেতারা বলেন, কর্মসূচী পালনের জন্য কাজীর দেউড়ি এলাকায় জড়ো হয়েছিল উত্তর জেলা বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকেই পুলিশ বিনা কারণে ১৫ জনকে আটক করেছে।
আরও পড়ুন :
- বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ঘোষণা
- ন্যূনতম সুযোগ-সুবিধা নেই, পর্যটন খাতে সম্ভাবনাময় আলীকদম এখনো পিছিয়ে
এসএস
মন্তব্য করুন