রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতা নিহত
রাঙামাটিতে টিউবওয়েলে গোসল করার সময় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের নেতা নিহত হয়েছেন। নিহতের নাম শান্তি চাকমা শান্ত। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক)’র কালেক্টর। ময়নাতদন্তের জন্য তার মরদেহ পুলিশ রাঙামাটির জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাঙামাটি নানিয়ারচর উপজেলায় বাজার এলাকার বিহার পাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ইউপিডিএফ-প্রসীত গ্রুপকে দায়ী করেছে ইউপিডিএফ-গণতান্ত্রিক। তবে ঘটনার দায় অস্বীকার করেছে ইউপিডিএফ-প্রসীত গ্রুপ।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের দপ্তর সম্পাদক মিটন চাকমা বলেন, সন্ধ্যার দিকে শান্তি চাকমা বাসার পাশে টিউবওয়েলে গোসল করছিল। এসময় ইউপিডিএফের ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে ব্রাশফায়ার করে বোট নিয়ে পালিয়ে যায়।
তবে এই অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ-প্রসীত গ্রুপের মুখপাত্র নিরন চাকমা বলেন, এ ঘটনার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দল হতে পারে।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় বাজার শেষে বাসায় এসে গোসল করার সময় কে বা কারা বোটে করে এসে বোট থেকেই গুলি করে শান্তি চাকমাকে হত্যা করে পালিয়ে যায়। এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন :
এমসি/ এমকে
মন্তব্য করুন