• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

বিস্ফোরণের পর শিবির কার্যালয় থেকে বোমা, গান পাউডার উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ নভেম্বর ২০১৮, ০৮:৫১

চট্টগ্রামের চন্দনপুরায় ছাত্রশিবির কার্যালয়ের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর অভিযান চালিয়ে ছয়টি ককটেল, গান পাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মেহেদী হাসান জানান, পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধারে ব্লক-রেট দিচ্ছিল দেওয়ান বাজারের চন্দনপুর এলাকায়। তখনই শিবির কার্যালয়ে তিন-চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেসময় অনেক পুলিশ সদস্য শিবিরের কার্যালয়টি ঘিরে রাখে। পরে বোমা নিষ্ক্রিয় দল অভিযান চালিয়ে ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

এদিকে, ভবনে থাকা শিবিরের নেতাকর্মীরা পেছনের গোপন রাস্তা দিয়ে বের হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। কার্যালয়টিতে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করছে পুলিশ কর্মকর্তারা।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর কোনো ফ্যাসিস্টকে বাংলার ক্ষমতায় আসতে দেওয়া হবে না: শিবির সেক্রেটারি
পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার, সেক্রেটারি রাশেদ
ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মাহমুদুল, সেক্রেটারি ইউসুফ  
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব