নওগাঁয় আলমগীর কবিরকে স্থানীয় বিএনপির অবাঞ্ছিত ঘোষণা
এলডিপি থেকে সদ্য বিএনপিতে ফেরা সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে আত্রাই-রানীনগরে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রানীনগর উপজেলা বিএনপির সভাপতি আল ফারুক জেমস।
এসময় রানীনগর ও আত্রাই উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, আলমগীর কবির বিএনপির দু:সময়ে হাজারও নেতাকর্মী সমর্থকদের বিপদের মুখে ফেলে দল ত্যাগ করে এলডিপিতে যোগ দেন। সেই থেকে স্থানীয় বিএনপির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। তাই হঠাৎই তার বিএনপিতে ফেরা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আলমগীর কবীরের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের গোপন যোগাযোগ আছে বলেও অভিযোগ করা হয়। এছাড়া তৃণমূলের নেতাকর্মীদের উপক্ষো করে নির্বাচনে অংশ নিতে আলমগীর কবির বিএনপি থেকে মনোনয়ন সংগ্রহ করায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে লিখিত বক্তব্যে জানানো হয়।
জেবি
মন্তব্য করুন