ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মোটরসাইকেল থেকে ব্যবসায়ীর গলায় ধারালো অস্ত্র চালালো দুর্বৃত্তরা

যশোর প্রতিনিধি

মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯ , ১১:১৭ পিএম


loading/img

যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে মোটরসাইকেলে বসে এক ব্যবসায়ীর গলায় ধারালো অস্ত্র চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই এলাকার মাসুদ কম্পিউটার দোকানের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মহিদুল ইসলাম সাফা (৪২)। তিনি এইচ এন এন্টার প্রাইজের মালিক এবং বেনাপোলের ধান্যখোলা গ্রামের নবিস উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

প্রতক্ষ্যদর্শী এইচ এন এন্টারপ্রাইজের ম্যানেজার মোতালেব হোসেন বলেন, সন্ধ্যায় আমার প্রতিষ্ঠানের মালিক সাফাকে নিয়ে শহরের খালধার রোড থেকে অফিশিয়াল কাজে ঈদগাহ মোড়ের মাসুদ কম্পিউটার দোকানের দিকে আসছিলাম। দোকানের কাছে আসা মাত্রই অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে সাফাকে গলায় ধারালো অস্ত্রের পোঁচ দিয়ে দ্রুত চলে যায়। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যান।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান আরটিভি অনলাইনকে জানান, ঘটনা শুনে আমি হাসপাতালে এসেছি। শুনেছি নিহত ব্যক্তি আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী ছিলেন। পূর্ব শত্রুতা নাকি অন্য কোনও কারণে তাকে খুন করা হয়েছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |