• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাগাড় মাছটির দাম দেড় লাখ টাকা

মৌলভীবাজার প্রতিনিধি

  ১৪ জানুয়ারি ২০১৯, ২০:৫৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৌষসংক্রান্তি উপলক্ষে মাছের মেলায় একটি ৬০ কেজি ওজনের বাগাড় মাছ উঠেছে।

মাছটির মালিক দাম হাঁকাচ্ছেন দেড় লাখ টাকা। তবে সোমবার বিকেল চারটা নাগাত মাছটির দাম উঠেছে ৭০ হাজার টাকা। মাছটির বিক্রেতা হাফিজ মিয়া প্রত্যাশা করছেন তিনি আশানুরূপ মূল্যেই মাছটি বিক্রি করতে পারবেন।

সোমবার শ্রীমঙ্গলের মাছ বাজারে দিনব্যাপী মাছের মেলায় মূল আকর্ষণই হয়ে ওঠে বিশাল আকৃতির এই বাগাড় মাছটি।

হাফিজ মিয়ার মাছের খানিকটা দূরেই আরেকটি বাগাড়ের দিকেও ছিল ক্রেতাদের আকর্ষণ। লিমন মিয়া নামের এক বিক্রেতা ৩০ কেজি ওজনের ওই মাছ তুলছিলেন বিক্রির জন্য। এই মাছের দাম হাঁকা হচ্ছিল ৮০ হাজার টাকা।

মাছের মেলায় আসা আব্দুর রহমান নামের এক ব্যক্তি বলেন, মেলাকে কেন্দ্র করেই এই বাজারে বড় বড় মাছ ওঠেছে। সবসময় তো আর বড় মাছ ওঠে না। তাই বাজারে আসা। বড় বড় মাছ দেখতেও ভালো লাগছে। দর-দামে ঠিক হলে মাছ কিনে নিয়ে যাব।

শ্রীমঙ্গল মাছ বাজার কমিটির সহ-সভাপতি হান্নান মিয়া বলেন, পৌষসংক্রান্তি উপলক্ষে শ্রীমঙ্গল মাছ বাজারে বিভিন্ন জায়গা থেকে বিক্রেতারা বড় বড় মাছ নিয়ে এসেছেন। আর এসব মাছ দেখতে আসা মানুষের ভিড়ে বাজার এখন উৎসবমুখর হয়ে উঠেছে। একসঙ্গে এত বড় মাছ সারা বছর বাজারে চোখে পড়ে না। তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবারের মেলায় মাছ একটু কম। দিনব্যাপী এই মেলায় শ্রীমঙ্গল উপজেলার বাইরে থেকেও অনেকে মাছ কিনতে আসেন।

আরও পড়ুন:

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুবলা চরে রাস মেলায় ২ ট্রলারে সংঘর্ষ, আহত ৩
কলাপাড়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বইমেলা
কুয়াকাটায় ১৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে রাসমেলা