• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

নড়াইলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নড়াইল প্রতিনিধি

  ১৬ জানুয়ারি ২০১৯, ০৯:৪৪

নড়াইল সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। পুলিশ বলছে নিহত ব্যক্তি এলাকার শীর্ষ সন্ত্রাসী।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার কাড়ারবিল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রুম্মান হোসেন রোমিও (২৮) । তিনি উপজেলার মুধুরগাতি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন সোহাগ, মফিজুল ও নাজমুল। তাদের নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একদল সন্ত্রাসী কাড়ারবিল এলাকায় অবস্থান করছেন। পরে পুলিশের একটি দল রাত পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ একজনকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরে পুলিশ জানতে পারে নিহত ব্যক্তি কাড়ারবিল এলাকার শীর্ষ সন্ত্রাসী। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। নিহত রোমিওর নামে বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাজরীন ট্র্যাজেডির এক যুগ পূর্তিতে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন
পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত: তদন্ত কমিটি গঠন
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত আরও ৫৯ 
পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত, আহত ১০