• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

রাস্তার পাশে গুলিবিদ্ধ মরদেহ

সাতক্ষীরা প্রতিনিধি

  ১৬ জানুয়ারি ২০১৯, ১২:৩৪

সাতক্ষীরার তালা উপজেলায় রাস্তার পাশ থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার তেঁতুলিয়া বিশ্বাসপাড়া এলাকার খুলনা-পাইকগাছা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম মইজুদ্দিন আহমেদ টুলু (৪০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি মাঝেরপাড়া গ্রামের শামসুল হকের ছেলে।

পুলিশের ধারণা নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে তিনি নিহত হয়ে থাকতে পারেন।

ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, ১৬০ পিস ইয়াবা, ১৫ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা নাজমুল আসলাম জানান, মঙ্গলবার সকালে তেঁতুলিয়া বিশ্বাসপাড়া এলাকার খুলনা-পাইকগাছা সড়কের পাশে একটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশে একটি টিভিএস মোটরসাইকেল ছিল। নিহত ব্যক্তি অপরিচিত হওয়ায় মসজিদ থেকে মাইকিং করা হয়। এরপর খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল আরটিভি অনলাইনকে জানান, আজ ভোরে তেঁতুলিয়া বিশ্বাসপাড়া এলাকার খুলনা-পাইকগাছা সড়কের পাশ থেকে একটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথা, বুক ও পায়ে গুলির চিহ্ন রয়েছে। মরদেহের পাশে একটি মোটরসাইকেল ও কয়েকটি ফেনসিডিল পাওয়া গছে। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। এ নিয়ে বিরোধের জেরেই তিনি খুন হয়ে থাকতে পারেন।

ওসি আরও জানান, মরদেহের পাশেই একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি পাওয়া গেছে। সেখানে তার নাম লেখা রয়েছে মইজুদ্দিন আহমেদ টুলু। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি মাঝেরপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। পরিচয়টি তার নিজের কিনা তা জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন

জেবি/ এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈশ্বরদীতে পাঁচ দিনের মাথায় আরেক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
থানায় ওসির ঝুলন্ত মরদেহ, যা জানা গেল
থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার 
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের চাকার খোপে মিলল ২ মরদেহ