• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

আরটিভি অনলাইনের সংবাদে হাসি ফুটলো হাজারো কৃষকের মুখে

পলাশ সাহা, লক্ষ্মীপুর

  ১৬ জানুয়ারি ২০১৯, ১৫:০৫

‘আরটিভি অনলাইনে’ সংবাদ প্রকাশের একদিন পরেই লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাটের মেঘনা নদী সংলগ্ন রহমতখালী খালের ওপর নেভিগেশন লকসহ ১৪ ভেন্টের দুইটি রেগুলেটর সংস্কার কাজ শুরু হয়েছে। রেগুলেটরটি মেরামতের খবর পেয়ে হাসি ফুটেছে হাজারো কৃষকদের মুখে।

রেগুলেটর দুটি বিকল হয়ে বেশিরভাগ গেট বন্ধ থাকায় নদী থেকে পানি খালে প্রবেশ করতে পারছিল না। ফলে রোপণ করা যাচ্ছিল না ধানের চারা। এতে হাজার-হাজার কৃষক বিপাকে পড়েন।

গতকাল ১৫ জানুয়ারি আরটিভি অনলাইনে এ নিয়ে ‘রেগুলেটর বিকল, পানির অভাবে বোরো আবাদ ব্যাহত’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ হয়। এতে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে শুরু হয় রেগুলেটর সংস্কার কাজ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড রেগুলেটরের সংস্কার কাজ করছে। এটি মেরামতের খবর পেয়ে আশপাশের কৃষকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, রেগুলেটর দুটি ঠিক হলে ২৮টি গেট দিয়ে পানি রহমতখালী খাল হয়ে বিভিন্ন খালে প্রবেশ করতে পারবে। এতে পানি পৌঁছে যাবে কৃষকদের জমিতে। নির্বিঘ্নে বোরো আবাদ করা যাবে।

রেগুলেটরটি সচল হলে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর, কালির চর, চর উভুতি, ভবানীগঞ্জ, জকসিন, মিরিকপুর, উত্তর জয়পুর, দত্তপাড়া, তেওয়ারীগঞ্জ, কুশাখালীসহ জেলার পূর্বাঞ্চল এবং কমলনগর উপজেলার পশ্চিমাঞ্চলের বেশিরভাগ কৃষকের পানির অভাব দূর হবে।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাজহারুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, রেগুলেটরের গেট সংস্কারের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে কৃষকরা পর্যাপ্ত পানি পাবে। বোরো আবাদে কৃষকদের সমস্যায় পড়তে হবে না।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ: রিজভী
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত
হাসিনা-রেহানা পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব
শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল