ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৯ , ১১:৫৮ এএম


loading/img

গোপালগঞ্জ সদর উপজেলায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের থানারপাড় খেলনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের সুলতানশাই গ্রামের আবদুল মাজেদ মোল্লার ছেলে বেসিক ব্যাংকের কর্মকর্তা নুরুল ইসলাম (৪০) ও কোটালীপাড়ার মোমেনা বেগম (২৬)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে থানারপাড় এলাকায়  গোপালগঞ্জ থেকে কোটালীপাড়াগামী যাত্রীবাহী বাসটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত হন ১৫ জন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন 

বিজ্ঞাপন

জেবি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |